নিজস্ব প্রতিবেদক: সখীপুরে বাল্যবিবাহ ঠেকালেন কালিয়া ইউপি চেয়ারম্যান। শুক্রবার রাতে ওই ইউনিয়নের কুতুবপুর নয়াপাড়া গ্রামের কনের বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। এ খবর পেয়ে কালিয়া ইউপি চেয়ারম্যান এসএম কামরুল হাসান, ওই ওয়ার্ডের ইউপি সদস্য, গ্রাম পুলিশ নিয়ে হাজির হন কনের বাড়িতে। তাদের উপস্থিতি টের পেয়ে বর পক্ষের লোকজন পালিয়ে যায়। কালিয়া ইউপি চেয়ারম্যান এসএম কামরুল হাসান জানান, ওই গ্রামের আলম মিয়ার নবম শ্রেণিতে পড়ুয়া কনে নাদিয়া আক্তারের (১৪) পার্শ্ববতী ভালুকা উপজেলার কৈয়াদী গ্রামের জনৈক বরের সঙ্গে গোপনে রাতে বিয়ে দেওয়ার প্রস্তুতি চলছিল। বিষয়টি জানার পর রাতেই ওই বাড়িতে গিয়ে বাল্যবিবাহের কুফল তাদের বুঝানো হয়। কনের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মুছলেকা নিয়ে বাল্যবিবাহটি ঠেকানো হয়েছে।


