নিজস্ব প্রতিবেদক: সখীপুরে বিজয় দিবস ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয়েছে। সখীপুর প্রেসক্লাবের সভাপতি ও সখীপুর বার্তার সম্পাদক শাকিল আনোয়ার রবিবার সন্ধ্যায় ডাকবাংলো চত্বরে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিজয় দিবস উপলক্ষে অ্যান্ট স্কোয়াট এ প্রতিযোগিতার আয়োজন করে। জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বাদল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সখীপুর সরকারি পিএম পাইলট স্কুল এন্ড কলেজের শিক্ষক মাহবুব জামাল এতে সভাপতিত্ব করেন। এসময় সংগঠনটির চেয়ারম্যান রবিউল ইসলাম রবিন, সদস্য সচিব হাসিবুল হাসান বুলবুলসহ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে ফানুস উড়ানো হয়। উদ্বোধনী খেলায় উপজেলা স্টার বয়েজ ২-১ ব্যবধানে ব্রুকেন স্পোর্টসকে হারিয়ে জয়লাভ করে। পরে ফানুস আকাশে উড়িয়ে দেওয়া হয়। প্রতিযোগিতায় আটটি দল অংশ নেবে।