নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে ট্রাক্টর দিয়ে হাল চাষের সময় ট্রাক্টর মালিক রুস্তম আলী (৭০) বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে ট্রাক্টর চালক ও সানোয়ার হোসেন আহত হয়েছে। রোববার সকালে বড়চওনা ইউনিয়নের বিন্নাখাইরা বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।জানা যায়, ট্রাক্টর চালক চাষের জন্য জমিতে ট্রাক্টর নিয়ে গেলে জমির উপরে একটি তার ঝুলানো থাকে। ওই তার তিনি (রুস্তম আলী) কাঁচা বাঁশের কঞ্চি দিয়ে সরিয়ে দেয়ার চেষ্টা করলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় ট্রাক্টর চালক ও সানোয়ার হোসেন তাকে বাঁচাতে গেলে তারা আহত হন। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, বিদ্যুৎপৃষ্ট হয়ে একজন নিহত হওয়ার খবর পেয়েছি। পরে পরিবারের লোকজন লিখিত দিয়ে তাদের লাশ নিয়ে গেছেন।
