নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে জুয়েল রানা (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার বগা প্রতিমা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। জুয়েল রানা পনের দিন আগে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, জুয়েল রানা গত পনের দিন আগে সিঙ্গাপুর থেকে দেশে আসেন। পরিবার নিয়ে থাকার জন্য সখীপুর পৌর এলাকায় বাসা ভাড়া নেন। সোমবার বিকেলে বগা প্রতিমা গ্রামের বাড়ি থেকে প্রয়োজনীয় জিনিসপত্র বাসায় নেওয়ার জন্য বের করেছিলেন। এসময় ঘরের টিনের বেড়া বিদ্যুতায়িত ছিল। জুয়েল রানা বেড়া স্পর্শ করলে সে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
