নিজস্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাস মোকাবেলায় কঠোর বিধিনিষেধ বা লকডাউনের তৃতীয় দিনে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সখীপুর উপজেলা জুড়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় সরকার নির্দেশিত আদেশ প্রতিপালন না করায় মোবাইল কোর্ট পরিচালনা করে পথচারী, ব্যবসায়ীসহ ১০ জনকে মামলা দিয়ে ৪ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী ও সহকারী কমিশনার(ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় লোকজনকে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে অনুপ্রাণিত করে অসহায় ও দরিদ্রদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। পুলিশ সদস্যরা কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন।


