নিজস্ব প্রতিনিধি: সখীপুর পাহাড়কাঞ্চনপুর বিমান বাহিনীর ঘাঁটিতে শিশুদের জন্য নতুন বিদ্যালয় ‘গোল্ডেন ঈগল নার্সারী’র উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) সভানেত্রী তাহমিদা হান্নান প্রধান অতিথি হিসেবে ফিতা ও কেক কেটে এবং পায়রা ও বেলুন উড়িয়ে বিদ্যালয়টির উদ্বোধন করেন। পরে তিনি শ্রেণি কক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বাফওয়ার কেন্দ্রীয় পরিষদের সহ-সভানেত্রী, আঞ্চলিক শাখার সভানেত্রী, পাহাড়কাঞ্চপুর বিমান বাহিনী ঘাঁটির এয়ার অধিনায়ক, গোল্ডেন ঈগল নার্সারীর শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বাফওয়া পরিচালিত বিদ্যালয়টিতে শুধুমাত্র নার্সারী শ্রেণির শিশু শিক্ষার্থীরা অনুকূল পরিবেশে মানসম্মতভাবে তাদের শিক্ষাজীবন শুরু করার সুযোগ পাবে।
উল্লেখ্য, ১৯৭৭ সালের ১০ জুন প্রতিষ্ঠিত বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) শুরু থেকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প-২০৪১ -এর সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ইতোমধ্যে শিশুশিক্ষা বিস্তারে বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটিতে “গোল্ডেন ঈগল নার্সারী” নামে ছয়টি স্কুল ও বিশেষ শিশুদের জন্য একটি ব্লু-স্কাই স্কুল পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় সখীপুর পাহাড়কাঞ্চনপুর বিমান বাহিনীর ঘাঁটিতে শিশুদের জন্য গোল্ডেন ঈগল নার্সারী স্কুলের যাত্রা শুরু হলো।
–এসবি/সানি