নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বেতুয়া গ্রামের কৃতি সন্তান, ১৯৭১ সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, কাদেরিয়া বাহিনীর ০১ নং কোম্পানি কমান্ডার, বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, সর্বজন শ্রদ্ধেয়, বীর মুক্তিযোদ্ধা মোঃ লোকমান হোসেন গতকাল শুক্রবার তাঁর নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। তিনি ব্যক্তি ও কর্মজীবনে অত্যন্ত সৎ, বিনয়ী ও পরোপকারী ছিলেন। তিনি পারিবারিক জীবনে তাঁর সহধর্মিণী, তিন ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা মোঃ লোকমান হোসেন কে জানাযা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা মোঃ লোকমান হোসেনের মৃত্যুতে সখীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, সখীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, ঢাকাস্হ সখীপুর উপজেলা যুব সমিতি সহ এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।


