নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে খোরশেদ আলম শিকদার (৬০) নামে এক ছোট ভাইকে বড় ভাই ছুরিকাঘাতে খুন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে জেলার মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি সখীপুর উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের বড়চালা গ্রামের মৃত মাকদ আলীর ছেলে। এঘটনায় নিহতের ছেলে হানিফ সিকদার তার বড় চাচাসহ চারজনকে আসামি করে সখীপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। সখীপুর থানা পুলিশ শনিবার সকালে নিহতের বড় ভাই মোকছেদ আলী (৬৬) ও ছানোয়ার হোসেন (৪২) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে। শনিবার তাদের সাত দিনের রিমান্ড আবেদন জানিয়ে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানান। নিহত খোরশেদ আলমের ছেলে হানিফ সিকদার জানান, জমি জমা নিয়ে তার বড় চাচা মোকছেদ আলীর সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। খোরশেদ আলম সিকদার গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে মির্জাপুর উপজেলার বংকুরি বাজার থেকে সখীপুর উপজেলার বড়চালা গ্রামের বাড়ি ফিরছিলেন। এসময় চাচা মোকছেদ আলী তার সঙ্গীয় প্রতিবেশী সানোয়ার হোসেন, তোতা মিয়া ও আব্দুর রহিমসহ অজ্ঞাত ২/৩ জন নিয়ে খোরশেদ আলমের পথ রোধ করে। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে বুকের পাঁজরে আঘাত করে। পরে মৃত্যু নিশ্চিত করতে তার মুখে কীটনাশক ঢেলে দেওয়া হয়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর সহোদরসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাদের সাত দিনের রিমান্ড আবেদন করে টাঙ্গাইলের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


