নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে এক মাদকসেবীকে ১৮ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার দাড়িয়াপুর ইউনিয়নের ছিলিমপুর বড়চালা গ্রামের বাবুল মিয়ার ছেলে আব্দুল্লাহকে (১৯) এ কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) প্রকৌশলী ফারজানা আলম।

আদালত সূত্রে জানা যায়, বাবুল একজন মাদকসেবী। সে নিয়মিত মাদক সেবন করত। ঘটনার দিন বাবুল ঘরে বসে মাদকসেবন করছিল। খবর পেয়ে প্রশাসন ওই বাড়িতে আদালত বসিয়ে তাকে ১৮ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করে,অনাদায়ে আরও ৭দিনের কারাদণ্ড দেয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী ফারজানা আলম বিষয়টি নিশ্চিত করেছেন।