সখীপুরে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ

0
158

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে করনীয় বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে নামদারপুর ফাজিল ডিগ্রী মাদরাসা মাঠে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মাদরাসা পরিচালনা পরিষদের সহ-সভাপতি এস দুলালের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম, প্রিন্সিপাল মাহমুদুল হাসান, ইউডিএফ কর্মকর্তা লুৎফর রহমান, থানার উপপরিদর্শক মাসুদ রানা, আক্তারুজ্জামান মন্ডল প্রমুখ বক্তব্য দেন। প্রশিক্ষণ কর্মশালায় প্রায় ৩শতাধিক লোক অংশ নেয়।