27.9 C
Dhaka
Sunday, August 17, 2025

জুলাই ঘোষণা হতে হবে ঐক্যমতের ভিত্তিতে – আহমেদ আযম খান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ...

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে জুয়েল রানা (২৫)...

সখীপুরে ছেলের চোখের সামনে মাকে হত্যা করে পালিয়েছে বাবা

জাহিদ হাসান: টাঙ্গাইলের সখীপুরে ছেলের চোখের সামনে...

সখীপুরে মায়ের জন্য ছেলের মানবিক সাহায্যের আকুতি, চিকিৎসা পেলেই মা সুস্থ হয়ে উঠবেন

জাতীয়সখীপুরে মায়ের জন্য ছেলের মানবিক সাহায্যের আকুতি, চিকিৎসা পেলেই মা সুস্থ হয়ে উঠবেন

সাইফুল ইসলাম সানি: নূর জাহান (৪৫)। পেশায় গৃহিণী, টিউমার ক্যান্সারে আক্রান্ত। স্বামী আনিছুর রহমানও দীর্ঘদিন ধরে অসুস্থ, তিনিও কাজ করতে অক্ষম। ওই দম্পতির একমাত্র উপার্জনক্ষম ছেলে মো. সেলিম। তিনি অটোরিকশা শ্রমিক। গত দুই বছর ধরে মায়ের চিকিৎসা ব্যয়ে এখন প্রায় নিঃস্ব। ফলে দিশেহারা হয়ে মানবেতার জীবন-যাপন করছে পরিবারটি।

অর্থের অভাবে করানো হচ্ছে না ক্যান্সার আক্রান্ত মা নূর জাহানের চিকিৎসা। চিকিৎসক বলেছেন- মাত্র দুই লাখ টাকা হলেই সুস্থ হয়ে উঠবেন মা নূর জাহান। তাই মাকে বাঁচাতে সকলের কাছে সহযোগীতা কামনা করেছেন ছেলে মো. সেলিম।

অসুস্থ মায়ের সঙ্গে ছেলে সেলিম। সংগৃহীত ছবি।

টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা মো. সেলিম জানান, দীর্ঘদিন ধরে বাবা অসুস্থ হয়ে ঘরে পড়ে রয়েছেন। দুই বছর আগে মায়ের পেটে টিউমার ক্যান্সার ধরা পড়ে। গত দুই বছর ধরে চিকিৎসা করাতে এখন আমি প্রায় নিঃস্ব। ডাক্তার বলেছেন লাখ দু’য়েক টাকা হলেই মায়ের চিকিৎসা সম্ভব। কিন্তু সেলিমের পক্ষে দুইলাখ টাকা যোগাড় করা অসম্ভব।
এসবের মাঝে কি করে টাকা যোগাড় করবেন? কোথায় পাবেন এত টাকা? মা আবারো কি সুস্থ হয়ে চলতে পারবেন স্বাভাবিক জীবনে? নাকি অর্থের কাছে বিসর্জন দিবেন জীবনকে। এমন নানা দুশ্চিন্তায় দিন পার করছেন সেলিম।
মো. সেলিম আরও বলেন, এ সময় যদি সমাজের বিত্তবানরা এগিয়ে আসেন। তাহলে হয়তো আল্লাহর রহমতে আমার মা সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসতে পারবেন। তাই সকলের সহযোগীতা কামনা করেন তিনি।
বিস্তারিত জানতে ও সহযোগিতা করতে- 01833-503015 (সেলিম)।

-এসবি/সানি

Check out our other content

Check out other tags:

Most Popular Articles