নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে মুখে মাস্ক না পরায় ১৬৫ পথচারীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত নয় দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা এ আদালত পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা যায়, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মুখে মাস্ক ব্যবহার না করায় উপজেলার পর্যটনস্থান হিসেবে পরিচিত নকিল বিল, পলাশতলী, পৌরশহরের বিভিন্ন বাজার, গড়াবাড়ি এলাকায় গত ৫ আগস্ট থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় আদালত ১৬৫ জন পথচারীকে ৩১,৯০০ টাকা জরিমানা করেন।
এ বিষয়ে আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবসসুম বলেন, দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ ধারা অনুযায়ী ১৬৫ জন পথচারীকে অর্থদণ্ড দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।


