27.3 C
Dhaka
Sunday, August 24, 2025

সখীপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে বন বিভাগের জমি বিক্রির অভিযোগ

জাহিদ হাসান: টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়ন...

জুলাই ঘোষণা হতে হবে ঐক্যমতের ভিত্তিতে – আহমেদ আযম খান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ...

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে জুয়েল রানা (২৫)...

সখীপুরে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ‘নো মাস্ক নো সার্ভিস’ শীর্ষক ক্যাম্পেইন

জাতীয়সখীপুরে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ‘নো মাস্ক নো সার্ভিস’ শীর্ষক ক্যাম্পেইন

সাইফুল ইসলাম সানি: সখীপুরে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে ‘নো মাস্ক নো সার্ভিস’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সচেতনতামূলক এ ক্যাম্পেইনের আয়োজন করে। বৃহস্পতিবার সকাল ১১টায় ক্যাম্পেইনটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌরশহরের মুখতার ফোয়ারা চত্বরে শেষ হয়। এরআগে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা এক চিঠির মাধ্যমে সকল সরকারি ও বেসরকারি দপ্তরপ্রধানকে ক্যাম্পেইনে যোগ দেওয়ার আহ্বান করেন। ওই চিঠিতে বলা হয়- উপজেলার সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ ও সেবা গ্রহীতাকে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে। এটা নিশ্চিত করতে মাস্ক ব্যবহার ব্যতীত কোনো সেবা গ্রহীতাকে সেবা প্রদান করা থেকে বিরত থাকতেও বলা হয় ওই চিঠিতে। তবে আর্থিকভাবে অস্বচ্ছল ও দরিদ্র সেবা গ্রহীতাকে নিজ নিজ অফিসের ব্যবস্থাপনায় মাস্ক বিতরণেরও অনুরোধ করেন ইউএনও আসমাউল হুসনা লিজা।
ইউএনও’র এমন উদ্যোগকে দেশের যেকোন উপজেলার তুলনায় প্রশংসনীয় উদ্যোগ বলে দাবি করেছেন স্থানীয়রা। স্থানীয়দের মতে করোনাভাইরাসের শুরু থেকেই সখীপুরের ইউএনও’র বেশ কয়েকটি মানবিক উদ্যোগ দেশজুড়ে প্রশংসা কুড়িয়েছে।
ইউএনও আসমাউল হুসনা লিজা বলেন, করোনা সংক্রমণরোধে মাস্ক ব্যবহারে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতেই এমন উদ্যোগ। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ হাটবাজার, মার্কেট, যানবাহন, জনবহুল স্থানে মাস্ক ব্যবহার ব্যতীত কাউকে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। অফিসের সামনে এ সংক্রান্ত ব্যানার টাঙানো ও  মাস্ক ছাড়া কোনো সেবাগ্রহীতা বা ক্রেতার কাছে পণ্য বিক্রি না করতেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে। এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এর দায় নিতে হবে।
ক্যাম্পেইনে ইউএনও আসমাউল হুসনা লিজাসহ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা আনোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, ইউসিসিএ লি. এর চেয়ারম্যান কেবিএম রুহুল আমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদুল আলমসহ বিভিন্ন দপ্তর প্রধান, কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

-এসবি/সানি

Check out our other content

Check out other tags:

Most Popular Articles