নিজস্ব প্রতিবেদক: সখীপুরে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার গড়গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিদ্যালয়ের প্রথম প্রান্তিক পরীক্ষার ফলাফলও ঘোষণা করা হয়। এসময় মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।

মা সমাবেশে শিক্ষা কর্মকর্তা রাফিউল ইসলাম, উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান মিয়া, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, ইউপি সদস্য কবির হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জুলহাস শিকদার, প্রধান শিক্ষক রোকেয়া আক্তার প্রমুখ বক্তব্য দেন। বক্তারা মানসম্মত প্রাথমিক শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এ সময় দেড় শতাধিক মা অভিভাবক উপস্থিত ছিলেন।
–এসবি/সানি