সখীপুরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পথসভা
নিজস্ব প্রতিনিধিঃ
সখীপুরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আয়োজনে এক পথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মোখতার ফোয়ারা চত্বরে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক জাহিদ ইকবাল জাহাঙ্গীরের সভাপতিত্বে এ পথ সভায় সংক্ষিপ্ত বক্তব্য করেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া। মুক্তিযোদ্ধা সন্তান সংসদের উপজেলা আহবায়ক কমিটির সদস্য সচিব শরীফুল ইসলাম মোজাম্মেল এ পথ সভা পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি খোশনবিশ, সহসভাপতি কামরুল হাসান বাবুল, পৌর কমিটির আহবায়ক মো. রফিকুল ইসলাম, কালিয়া ইউনিয়ন কমিটির আহবায়ক শাহীনুজ্জামান, রায়হান হোসেন প্রমুখ।
