নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৩ এর সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

আজ উপজেলা হল রুমে মাধ্যমিক শিক্ষা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।
স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় শিক্ষা সপ্তাহ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী ফারজানা আলমের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ঝিল্লুর রহমান আনম, সখীপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম , প্রফেসর আলীম মাহমুদ, অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, আব্দুর রউফ, প্রধান শিক্ষক কাইউম হোসাইন, ইউপি চেয়ারম্যান জামাল হোসেন,দুলাল হোসেন,সখীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ প্রমুখ।