নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে এক যুবলীগ নেতার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। চাঁদার টাকা না দিলে ওই নেতার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসসহ নানা ধরণের ক্ষতি করার হুমকি দেওয়া হচ্ছে। সখীপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজুরকে “জাতির দাদা” নামের একটি ফেসবুক আইডি হতে মেসেঞ্জারে হুমকি দিয়ে চাঁদা দাবি করা হচ্ছে।
ভুক্তভোগী জাকির হোসেন রাজু জানান, গেলো সখীপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে তার মোবাইল ফোনটি হারিয়ে যায়। পরে তিনি নতুন আরেকটি মোবাইল ফোন ক্রয় করেন। কয়েকদিন আগে তার ফেসবুকে “জাতির দাদা” নামের একটি ফেসবুক
আইডি থেকে কুরুচিপূর্ণ মন্তব্য করে ৫ লাখ টাকা দাবি করে ম্যাসেঞ্জারে ম্যাসেজ দেওয়া হচ্ছে। চাঁদার টাকা না দিলে তারা আমার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার হুমকিও দিচ্ছে।

তিনি আরও বলেন, হারানো মোবাইলে আমার ফেসবুক লগ ইন করা ছিলো। সেই ফেসবুক আইডি ব্যবহার করে অশালীন ভাষার চ্যাটিং করে স্কীন শর্ট দিয়ে ফেসবুকের ছড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে।
এ বিষয়ে সখীপুর থানায় অফিসার ইনচার্জ একে সাইদুল হক ভুঁইয়া বলেন, মোবাইল হারানোর বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেওয়া হচ্ছে।

