নিজস্ব প্রতিবেদক : সখীপুরে লকডাউন বিধিনিষেধ না মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাত ৯ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী পৌরশহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় পুলিশ সদস্যরা আদালত পরিচালনায় সহযোগিতা করে।
আদালত সূত্রে জানা যায়, করোনাভাইরাস ব্যাপক হারে বেড়ে যাওয়ায় এক সপ্তাহের জন্য সারাদেশ লকডাউন ঘোষণা করেছে সরকার। এই নির্দেশনা অমান্য করে রাতে অপ্রয়োজনীয় দোকানপাট খোলা রাখায় পাঁচ ব্যবসায়ীকে পাঁচটি মামলায় ১হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও চিত্রা শিকারী বলেন, লকডাউনে অপ্রয়োজনীয়’ দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা থাকলেও রাতে কয়েকটি দোকান খোলা রেখেছিল। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।


