নিজস্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সখীপুরে চলমান লকডাউন বাস্তবায়ন করতে মোটরসাইকেল ও পুলিশ ভ্যান নিয়ে মহড়া চালিয়েছে থানা পুলিশ। রবিবার বিকেলে ঢাকা – সাগরদিঘী সড়কের কুতুবপুর থেকে তক্তারচালা এবং পাথারপুর থেকে বহেড়াতৈল পর্যন্ত সড়কে এ মহড়া চালায়। সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে সাইদুল হক ভূঁইয়ার নেতৃত্বে সখীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত), সাইফুল ইসলামসহ থানার সকল উপপরিদর্শক, (এস.আই), সহকারী উপপরিদর্শক (এ.এস.আই) ও পুলিশ কনস্টেবল এ মহড়ায় উপস্থিত ছিলেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে সাইদুল হক ভূঁইয়া বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউন বাস্তবায়ন করতে পুলিশ নিয়ে বিশেষ মহড়া চালিয়েছি। প্রতিদিন এ মহড়া চলবে।


