26.3 C
Dhaka
Wednesday, October 8, 2025

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপা‌টের ঘটনায় থানায় অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ইতালী প্রবাসীর বাড়িঘর...

এ যেন সত্যিকারের আসমানী

জাহিদ হাসান: আসমানীরে দেখতে যদি তোমরা সবে...

সখীপুরে লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ ফাইনাল খেলা অনুষ্ঠিত

Uncategorizedসখীপুরে লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ (নাইট ক্রিকেট টুর্নামেন্ট) ফাইনাল খেলা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় ডাকবাংলো চত্বরে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

১৬ টি দলের অংশগ্রহণে গত ২২ ডিসেম্বর উদ্বোধনী ম্যাচের মাধ্যমে এই প্রিমিয়ার লিগের যাত্রা শুরু হয়। ওই দলগুলো চারটি ভাগে বিভক্ত হয়ে ফাইনাল খেলা পর্যন্ত মোট ৩৩টা ম্যাচ খেলেন।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাবিব গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর, সিআইপি সালাউদ্দিন আলমগীর রাসেল।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনী।

লেখক ও শিক্ষক মাহবুব জামালের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভূমি) নাজমুস সামা, সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, লাবিব গ্রুপের ডিএমডি মাহমুদুল আলম মনির, সাখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার প্রমুখ।

ফাইনাল খেলায় প্রধান অতিথি লাবিব গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর, সিআইপি সালাউদ্দিন আলমগীর রাসেল বলেন, লাবিব গ্রুপ মধুমতি ব্যাংকের মেজর শেয়ার হোল্ডার। এই ব্যাংক এবার ক্রিকেট বোর্ডকে ৬ কোটি টাকা দিয়েছে। বিসিবির টাইটেল স্পন্সরও মধুমতি ব্যাংক। সখীপুরে যদি ক্রিকেট জনপ্রিয় হয় তবে এই ক্রিকেটের পিছনে যত ইনভেস্টমেন্ট প্রয়োজন এটা লাবিব গ্রুপ এবং লাবিব গ্রুপের ব্যাংক দেখবে।সখীপুর থেকে ভালো খেলোয়াড় তৈরি হওয়ারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সখীপুরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, সকল প্রকার পজিটিভ অ্যাক্টিভিটিস, খেলাধুলা, সংস্কৃতি, যেকোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে লাবিব গ্রুপ ছিল,আছে এবং থাকবে। তিনি তার ছেলে লাবিবের জন্যেও সকলের নিকট দোয়া চান। ক্রিকেটের উৎপত্তি ইতিহাসও জানান তিনি।

লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ (নাইট ক্রিকেট টুর্নামেন্ট) ফাইনাল খেলায় ড্রিমার স্কোয়াড দলকে হারিয়ে খান বাহাদুর ক্লাব বিজয়ী হয়। খেলায় তৃতীয় স্থান অধিকার করেন উপজেলা প্রশাসন।

ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি সিআইপি সালাউদ্দিন আলমগীর রাসেল ও অন্যান্য অতিথিগণ বিজয়ী দল ‘খান বাহাদুর ক্লাবে’র হাতে পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল (চাবি) তুলে দেন। রানার আপ দলের হাতে পুরস্কার হিসেবে তুলে দেন একটি ফ্রিজ। এছাড়াও তৃতীয় স্থান অধিকারী দল সখীপুর উপজেলা প্রশাসন ও ম্যান অবদা টুর্নামেন্টের হাতেও পুরস্কার তুলে দেন অতিথিরা।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles