ইসমাইল হোসেনঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি রয়েছে কয়েক মাস। তবে থেমে নেই সম্ভব্য মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা। ইতোমধ্যে জোরে শোরে গণসংযোগ চালাচ্ছেন। এর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার দিনব্যাপী উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত সিকদার এবং ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ নৌকা প্রতীকে ভোট চেয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গনসংযোগ করেছেন। এসময় তাঁরা মানুষের মাঝে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন।

জানা যায়, বাসাইল-সখীপুর দুই উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন টাঙ্গাইল-৮। এ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভব্য আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এই দুই নেতা গণসংযোগ করেছেন। ইতোমধ্যে নির্বাচনী এলাকায় জোরেশোরে জনসংযোগ চালাচ্ছেন শওকত সিকদার ও আতাউল মাহমুদ। তারই অংশ হিসেবে এ গণসংযোগ।
এ সময় তাদের সাথে ছিলেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ওই দুই আওয়ামীলীগের প্রার্থী সরকারের বিভিন্ন উন্নয়ন মানুষের সামনে তুলে বলেন, দেশের উন্নয়ন এগিয়ে চলেছে। আর এ উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকা প্রতীকের কোনো বিকল্প নেই ।
তাঁরা আরো বলেন, ইতোমধ্যে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে আবারও যড়যন্ত্র শুরু হয়েছে। এ সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে আমাদের। বঙ্গবন্ধু কন্যা জনগণের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ গড়তে আবারো নৌকা মার্কায় ভোট দিন।