নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে শিক্ষার্থীদের মধ্যে ১০ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে এ কর্মসূচি উদ্বোধন করা হয়। সখীপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মনজুরুল মোর্শেদ ৭’শ শিক্ষার্থীর হাতে বিভিন্ন ধরনের গাছের চারা তুলে দেন। এসময় উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল উপস্থিত ছিলেন। অন্যদিকে ওই দিন সকালে পৌরসভা ১ হাজার শিক্ষার্থীর মধ্যে আম্রপালী জাতের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদের সভাপতিত্বে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল মোর্শেদ, চর্যাযোগী প্রফেসর আলীম মাহমুদ বক্তব্য দেন। এসময় প্রেক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আহাম্মদ আলী, প্যানেল মেয়র বিল্লাল হোসেন, পৌর নির্বাহী অফিসার কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে অতিথিরা শিক্ষার্থীদের হাতে গাছের চারা বিতরণ করেন। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদ, সরকারি অফিস, বনবিভাগ ও এনজিও গাছের চারা বিতরণ করে।
