সখীপুরে শেখ রাসেলের জন্মদিনে নানা কর্মসূচি পালন

0
120

নিজস্ব প্রতিবেদক: শেখ রাসেলের জন্মদিনে নানা কর্মসূচি পালন করেছে সখীপুর উপজেলা প্রশাসন। দিবসটি পালন উপলক্ষে বুধবার সকালে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে আলোচনা সভা, শোভাযাত্রা, চিত্রাঙ্গন , কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম সভাপতিত্ব করেন। এসময় উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল মোর্শেদ, সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ না, বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। এর আগে একটি শোভাযাত্রা বের করা হয়।