28.8 C
Dhaka
Saturday, August 9, 2025

জুলাই ঘোষণা হতে হবে ঐক্যমতের ভিত্তিতে – আহমেদ আযম খান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ...

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে জুয়েল রানা (২৫)...

সখীপুরে ছেলের চোখের সামনে মাকে হত্যা করে পালিয়েছে বাবা

জাহিদ হাসান: টাঙ্গাইলের সখীপুরে ছেলের চোখের সামনে...

সখীপুরে শোক দিবসে ১৩৫টি স্থানে গণভোজের আয়োজন করল আওয়ামী লীগ

সখীপুরসখীপুরে শোক দিবসে ১৩৫টি স্থানে গণভোজের আয়োজন করল আওয়ামী লীগ

নিজস্ব প্রতিনিধি: সখীপুরে ১৩৫টি স্থানে গণভোজের আয়োজন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার প্রায় ৭৫ হাজার নারী পুরুষ গণভোজে অংশ নেন। স্থানীয় সংসদ সদস্য এবং উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারাও এতে অংশ নেন। দলীয় সূত্রে জানা যায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শোক দিবসে স্থানীয় আওয়ামী লীগ উপজেলার ১০টি ইউনিয়নের ৯৯টি ওয়ার্ডসহ ১৩৫টি স্থানে গণভোজের কর্মসূচি হাতে নেয়। কোথাও গরু কোথাও মুরগির মাংস কোথাও সবজি দিয়ে খিচুড়ি রান্না করে বিতরণ করা হয়। স্থানীয় সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, এবং ইউপি চেয়ারম্যানরা এই গণভোজের টাকার যোগান দেন।

তৃণমূলের নেতা কর্মীরা জানান, গ্রামগঞ্জে এমন আয়োজন করায় সাধারণ মানুষ বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পেরেছে এবং দল উপকৃত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার বলেন, তৃণমূলের নেতাকর্মীদের উজ্জীবিত করতে এবং সাধারণ জনগণের মধ্যে বঙ্গবন্ধু ও তাঁর আদর্শকে ছড়িয়ে দেওয়ার জন্য উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়। এতে প্রায় ৭৫ হাজার মানুষ অংশ নেন বলেও তিনি জানান। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সাধারণ জনগণের মধ্যে তুলে ধরতে এবং দলকে তৃণমূল পর্যায়ে সংগঠিত করতে সম্মিলিতভাবে শোক দিবসে এই কর্মসূচি পালন করা হয়েছে। এতে দল শক্তিশালী হবে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles