নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপু্র প্রেসক্লাব ও অফিসার্স ক্লাবের মধ্যকার প্রীতি ফুটবল খেলা এক-এক গোলের সমতায় শেষ হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত সাংবাদিক মোসলেম আবু শফী স্বরণে সখীপু্র প্রেসক্লাব ও উপজেলা প্রশাসন খেলাটির আয়োজন করে।


খেলার প্রথমার্ধে সখীপুর প্রেসক্লাব এক গোলে এগিয়ে যায়। তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক খেলায় শেষার্ধের এক মিনিট বাকী থাকতে সমতায় ফিরে অফিসার্স ক্লাব। পরে এক-এক গোলের সমতা নিয়েই প্রীতি ম্যাচটি শেষ হয়।
খেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় প্রয়াত মোসলেম আবু শফীর সহধর্মিণী হামিদা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিন মুকুল, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, সাবেক সভাপতি ইকবাল গফুরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
–এসবি/সানি