নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ইউনিয়ন পর্যায়ে সর্বজনীন পেনশন স্কিম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হোসেন পাটওয়ারী প্রধান অতিথি ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, সর্বজনীন পেনশন স্কিম সরকারের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এতে ১৮ থেকে ৫০ বছর বয়সী একজন সুবিধাভোগী ৬০ বৎসর বয়স পর্যন্ত এবং ৫০ বৎসরের ঊর্ধ্ব বয়স্ক একজন সুবিধাভোগী ন্যূনতম ১০ বছর চাঁদা প্রদান সাপেক্ষে আজীবন পেনশন সুবিধা ভোগ করবেন। বিদেশে কর্মরত বা অবস্থানকারী যেকোনো বাংলাদেশী কর্মীগণও এই স্কিমে অংশগ্রহণ করতে পারবেন। দেশের সর্বস্তরের জনগণকে সুবিধা দিতে এই পেনশন ব্যবস্থা চালু করা হয়েছে। বিশেষ করে, গড় আয়ু বৃদ্ধির কারণে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে। ফলে তাঁদের সামাজিক নিরাপত্তা দেবে সর্বজনীন পেনশন ব্যবস্থা। কার্যক্রমটি সফল করতে উপজেলা প্রতিটি ইউনিয়নে বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হচ্ছে।
সমন্বয় সভায় দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনছার আলী আসিফের সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলামের সঞ্চালনায় আবদুল আজিজ বিএসসি, আশরাফুল ইসলাম, শাহজাহান মিয়া, ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ আলম শিকদার, সাংবাদিক সাইফুল ইসলাম সানি, ইউপি সদস্য কবির হোসেন প্রমুখ বক্তব্য দেন।
এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ইউপি সদস্য, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন।