নিজস্ব প্রতিবেদক: সখীপুর প্রেসক্লাবের সাংবাদিকরা মৌন মিছিল করেছে। রবিবার বিকেলে তারা এ কর্মসূচি পালন করে। টাঙ্গাইল-৮ (সখীপুর- বাসাইল) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড.জোয়াহেরুল ইসলামের গণসংবর্ধনা নিয়ে প্রথম আলোতে সংবাদ প্রকাশের জের ধরে নতুন এমপিওভুক্ত হওয়া কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও সংসদ সদস্যের অনুসারীরা আজ দুপুরে প্রেসক্লাবের সভাপতি ও প্রথম আলোর প্রতিনিধি ইকবাল গফুরের কুশপুত্তলিকা দাহ করে। এর প্রতিবাদে রবিবার বিকেলে সখীপুর প্রেসক্লাবের আয়োজনে মৌন মিছিল কর্মসূচি পালন করে। মিছিলে প্রেসক্লাবের সাবেক সভাপতি শাকিল আনোয়ার, সহ-সভাপতি ফজলুল হক বাপ্পা, তাইবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মামুন হায়দার, এনামুল হক, সাধারণ সম্পাদক সাজ্জাদ লতিফ, শরিফুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেয়।

জানা যায়, গতকাল শনিবার দৈনিক প্রথম আলোতে “শিক্ষকের টাকায় সংবর্ধনা” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর ওইসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও সংসদ সদস্যের অনুসারীরা বিক্ষুব্ধ হয়ে সখীপুর মুখতার ফোয়ারা চত্বরে প্রতিবাদ সভা ও সাংবাদিকের কুশপুত্তলিকা দাহ করে। প্রতিবাদে প্রেসক্লাবে বিকেলে জরুরি সভা ডাকেন। সভায় সংসদ সদস্যের অনুসারীদের প্রতি নিন্দা জ্ঞাপন করা হয়।
–বার্তা ডেস্ক