19 C
Dhaka
Monday, November 24, 2025

সখীপুরে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা: সখীপুরে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে...

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপা‌টের ঘটনায় থানায় অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ইতালী প্রবাসীর বাড়িঘর...

সখীপুরে সানস্টার পাঠাগারের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

সখীপুরসখীপুরে সানস্টার পাঠাগারের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

জুয়েল রানাঃ সখীপুরে সানস্টার ইয়ং ক্লাবের সহযোগী সংগঠন সানস্টার পাঠাগার কতৃক আয়োজিত দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের সদস্যরা।
দিনব্যাপী ক্রীড়া অনুষ্ঠানে দৌড়, হাই ঝাম্প, লং ঝাম্প, বিস্কিট দৌড়, অংক দৌড়, আজব দৌড়, কলা গাছে উড্ডয়ন, আপন হাঁস ধরা, স্মৃতি পরীক্ষাসহ বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়।

বিকেলে সূর্য সারথি নামের একটি দেয়ালিকার মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

পরে ক্রীড়াবিদদের মধ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাড়াসিয়া বাসারচালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আ. কুদ্দুস শাওনের সভাপতিত্বে ও সানস্টার পাঠাগারের সভাপতি মো. শরিফুল ইসলাম শরিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপকমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রকৌশলী আতাউল মাহমুদ ও বরণ্য অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমআইএস বিভাগের অধ্যাপক ড. হেলাল উদ্দিন। এছাড়াও উপজেলার ৬নং কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান বিএসসিবিএড, সাবেক চেয়ারম্যান মো. জামাল মিয়া, ত্রিশাল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ বাবুল, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সাংবাদিক ফজলুল হক বাপপা, সাংবাদিক মামুন হায়দার, সাজ্জাদ লতিফ, ঘোনারচালা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহাম্মদ আলী, ইছাদিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমনিরুজ্জামান, বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রেজাউল করিম, ৬নং কালিয়া ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মো. মাহবুব সাদিক, এস এম আবাসন লিমিটেডের মো. সেলিম আহমেদ, সানস্টার ইয়ং ক্লাবের সহ-সভাপতি মো. সেলিম, সাধারণ সম্পাদক জুয়েল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ জামাল, অর্থ সম্পাদক শিবলী সাদিক, প্রমোদ ও ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক তৌফিকুল এহসান তুষার, সহ ক্রীড়া সম্পাদক নিশাদ সোবেহ দীপ, দপ্তর সম্পাদক সৈকত আলম, ফার্মার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল, সানস্টার বিজ্ঞান ক্লাবের সহ-সভাপতি রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুলসহ স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকার নানা পেশাজীবি মানুষও উপস্থিত ছিলেন।

বক্তরা এ সময় তরুণ প্রজন্মকে নেশা ও স্মার্ট ফোন থেকে নিজেকে দূরে রেখে প্রকৃত শিক্ষায় নিজেকে গড়ে তুলার আহবান জানান।

পুরস্কার বিতরণ শেষে দর্শকদের আনন্দ দিতে ঢাকা থেকে আগত শিল্পীবৃন্দরা মঞ্জ মাতিয়ে রাখেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles