নিজস্ব প্রতিবেদক: সখীপুরের কৃতি সন্তান সাবেক যুগ্মসচিব ও ঢাকাস্থ সখীপুর উপজেলা সমিতির সভাপতি খলিলুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার কালিদাস বাজারের বটতলায় এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। কালিদাস আদর্শ সমিতি স্মরণসভার আয়োজন করে। আদর্শ সমিতির সভাপতি এসএম আবু হাশেম আজাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. লুৎফর রহমান, সরকারি সা’দত কলেজের প্রিন্সিপাল প্রফেসর আলীম মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবুর রহমান বাদল, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত শিকদার, ডেসকো’র পরিচালক প্রকৌশলী আতাউল মাহমুদ, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-সচিব আমীন শরীফ সুপন, ঢাকাস্থ সখীপুর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক এসএম আজহারুল ইসলাম, উপজেলা আ.লীগের সহসভাপতি আতিকুর রহমান বুলবুল, কালিদাস কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম বুলবুল, উপজেলা আ.লীগের সদস্য সাইফুল ইসলাম শিবলু এবং খলিলুর রহমানের সহধর্মিণী হোসনে আরা স্মরণসভায় বক্তব্য দেন। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
–এসবি/শাকিল আনোয়ার