28.6 C
Dhaka
Wednesday, July 30, 2025

বিমান দুর্ঘটনায় নিহত হুমায়রার কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা

জাহিদ হাসান: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড...

সখীপুরে ডিঅমস্ এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন...

৮ মাস অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন তুলছেন শিক্ষক দম্পতি

জাহিদ হাসান: টাঙ্গাইলের সখীপুরে মাধ্যমিক বিদ্যালয়ের এক...

সখীপু‌রে সালাউদ্দিন আলমগীর ফাউ‌ন্ডেশনের উদ্যোগে ১১৮ প্রতিবন্ধী পেলো হুইলচেয়ার

সখীপুরপৌরসভাসখীপু‌রে সালাউদ্দিন আলমগীর ফাউ‌ন্ডেশনের উদ্যোগে ১১৮ প্রতিবন্ধী পেলো হুইলচেয়ার

জাহিদ হাসান: টাঙ্গাইলের সখীপুরে চলাচলে অক্ষম ও অসচ্ছল উপজেলার এমন ১১৮ জন প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে সখীপুর পৌরশহরের রাইদা ভিলেজে লাবীব গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সালাউদ্দিন আলমগীর ফাউন্ডেশনের উদ্যোগে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়।

হুইলচেয়ার পাওয়া সোহেল মিয়া জানান, আজ থেকে ১৫ বছর আগে বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে আমার কোমর (মাজা) ভেঙ্গে যায়। আমি সরকার থেকে কোন সহযোগিতা না পেলেও সালাউদ্দিন আলমগীর ফাউন্ডেশন থেকে হুইলচেয়ারটি পেয়ে অনেক খুশি হয়েছি। এতে আমার অনেক উপকার হয়েছে, এখন আমি এদিক ওদিক একটু চলতে পারবো। আমি তাদের পরিবারের জন্য দোয়া করি, আল্লাহ্ যেন তাদের ভাল করে।

হুইলচেয়ার পাওয়া শারমিন শিলা নামে নবম শ্রেণীর এক শিক্ষার্থী জানান, স্পাইনাল কর্ড ইনজুরি হওয়ার পর থেকে ঠিকমতো হাঁটতে পারি না। আর স্কুলে যাওয়া আমার অনেক অসুবিধা। এর মাঝে আমার বাবা মারা যাওয়ায় অর্থাভাবে পড়াশুনা বন্ধ হয়ে যায়। আমি এই হুইলচেয়ারটি পেয়ে অনেক খুশি হয়েছি এবং অনেক উপকৃত হয়েছি। আমার মনে অনেক সাহস জুগিয়েছে সালাউদ্দিন আলমগীর ফাউন্ডেশন। আমি এখন আবার আগের মতো স্কুলে গিয়ে লেখাপড়া করতে পারবো। আমাদের মতো অসহায় মানুষের পাশে যারা দাঁড়িয়েছেন, তাদের জন্য দোয়া করি। তাদের পরিবারে জন্য দোয়া করি। আল্লাহ্ যেন তাদের নেক হায়াত দান করেন।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল রনী বলেন, কত যে ভাললাগা কাজ করছে, তা আমি এখন আবেগ দিয়ে প্রকাশ করতে পারবো না। আপনাদের দু:খ কষ্ট লাগব করার জন্য লাবীব গ্রুপ যে প্রয়াসটা নিয়েছে, তা আসলেই অনেক ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমাদের সরকারি এবং বেসরকারি সংস্থাগুলো যার যার দায়িত্ব পালন করছে। তার পাশাপাশি এই বিপুল জনসংখ্যা এর দায়িত্ব পালনে আমাদের কর্পোরেট যারা আছেন,
তারা এই রকম লাবীব গ্রুপের মতো এগিয়ে আসেন। তাহলে আমরা এই বিশাল জনগোষ্ঠির যারা পিছিয়ে আছেন, তাদেরকে আমরা কিছুটা হলেও প্রশান্তি দিতে পারবো।

লাবীব গ্রুপের উপ-ব্যবস্থাপক মাহমুদুল আলম মনির বলেন, লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল সিআইপি সাহেবের শুভচিন্তা থেকে আজকের এই আয়োজন। আমরা সারা বছরই অসহায় দরিদ্র মানুষদের জন্য কিছু কাজ করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকের এই হুইলচেয়ার নিতে যারা এখানে এসেছেন, তাদের দেখে আমার কষ্ট হচ্ছে। আবার আমার অনেক ভালও লাগছে যে, আমরা এই মানুষগুলোর জন্য কিছু করতে পারছি। আমরা শুধু লাবীব গ্রুপের চেয়ারম্যান এবং তার পরিবারের জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি যাতে, আগামী দিনে অসহায় মানুষের পাশে থাকতে পারেন।

হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল রনী, লাবীব গ্রুপের উপ-ব্যবস্থাপক মাহমুদুল আলম মনির, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমীন মুকুল, সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ, বহেড়াতৈল ইউপি চেয়ারম্যান ওয়াদুদ হোসেন, ফজলুল হক বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles