নিজস্ব প্রতিবেদক: সখীপুর উপজেলার সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে এসএসসি ‘৯৯ ওয়েলফেয়ার ফাউন্ডেশন। সখীপুর পিএম পাইলট গভ: স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে আজ সকাল ১০টায় সংগঠনের সভাপতি নূর মোহাম্মদ সিরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজুল ওয়ারেছের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান তালুকদার, সখীপুর বার্তা সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি শাকিল আনোয়ার, সংগঠনের সদস্য মানবিক তুহিন সিদ্দিকী, ওসি নাজমুল হাসান রুবেল, রাকিব তালুকদার, প্রভাষক হুমায়ুন কবির, জাকির হোসেন রাজু প্রমুখ।
অনুষ্ঠানে দেড় শতাধিক মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।
