নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে করোনাকালে ‘ঈদ উপহার’ নিয়ে কর্মহীন শ্রমজীবীদের পাশে দাঁড়িয়েছেন স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন । গত বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে স্বপ্নছোঁয়ার সদস্যরা কর্মহীনদের মাঝে ঈদ উপহার পৌঁছে দেন। বিতরণের সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা উপদেষ্টামন্ডলী, স্বপ্নছোঁয়ার অন্যান্য সদস্য এবং জুনিয়র শাখার সাংগঠনিক সম্পাদক।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন এবং সিনিয়র সদস্য উজ্জ্বল আহমেদ জানান, সংগঠনটি মানব সেবার পাশাপাশি পরিবেশ রক্ষা নিয়েও কাজ করছে। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মনির শিকদার জানান করোনার প্রারম্ভ থেকেই বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে আমাদের সংগঠন মানুষের পাশে আছে। আমরা চেষ্টা করছি সম্পূর্ণ অরাজনৈতিক ভাবে আমাদের কাজ এগিয়ে নিতে। সকলের সহযোগিতায় আমরা আরও এগিয়ে যাবো-ইনশাল্লাহ। স্বপ্নছোঁয়ার সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিব তালুকদার জানান, মানব সেবায় আমরা একঝাঁক তরুণ আমৃত্যু কাজ করে যাবো। করোনা মোকাবেলায় ইতিমধ্যে আমরা এক টন খাদ্য সামগ্রী বিতরণ করেছি। করোনা প্রকোপে ঈদ উপহার বিতরণ আমাদের ৬ষ্ঠতম কর্মসুচি।
স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের সভাপতি সাদমান সাদি সকলের উদ্দেশ্যে বলেন, আপনারা যার যার সাধ্যমত মানুষের পাশে দাঁড়ান। আমরা যখন সকলেই নিজ নিজ অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়াবো তখনই একটি ক্ষুধামুক্ত ভ্রাতৃত্ব পূর্ণ অসাম্প্রদায়িক দেশ গড়ে উঠবে। সংগঠনটি চিনি, গুড়োদুধ, সেমাই বিতরণ করার পাশাপাশি নগদ অর্থও বিতরণ করে।


