নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে সড়কের পাশ থেকে আবুল কাশেম (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল উপজেলা বহেড়াতৈল ইউনিয়নের গিলাচালা এলাকার একটি সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। কাশেম কালিহাতী উপজেলার বেহুলা গ্রামের মৃত ইমাম উদ্দিনের ছেলে। সখীপুর থানার উপ-পরিদর্শক মো. বদিউজ্জামান বলেন, রাস্তার পাশে অপরিচিত এক লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসলে লাশের পরিচয় পাওয়া যায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


