সখীপুরে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম উদ্বোধন

0
156

নিজস্ব প্রতিবেদকঃ জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম ২০২৩ উদ্বোধন ঘোষণা করা হয়েছে । আজ রবিবার সকালে সখিপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুহুল আমীন মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী ফারজান আলম । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ,সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার,সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, সখীপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইউম হোসাইন প্রমুখ।

আলোচনা শেষে উপজেলা নির্বাহী অফিসার এই টিকা কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন ।