নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে ৪ ইউনিয়নে আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে। ওই চার ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বড়চওনা ইউনিয়নে -আজহারুল ইসলাম(মোটরসাইকেল) ভোট-৪৫৫০ নিকটতম লাল মিয়ার (আনারস) ৪৪৮১,কালিয়া ইউনিয়নে জামাল হোসেন (মোটরসাইকেল) ভোট ৭২৮১ দেলোয়ার হোসেন সাথী নৌকা প্রতীকে ৬৪৭৭, হাতিবান্ধা- শাহজাহান খান রবিন (মোটরসাইকেল) ৪৭৩৬ ভোট- রনি আহম্মেদ নৌকা ভোট-৩১৯০
এবং হতেয়া- রাজাবাড়ি – হুমায়ুন খান( অটোরিক্সা) প্রতিকে নির্বাচিত হয়েছেন।
