26.2 C
Dhaka
Wednesday, October 8, 2025

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপা‌টের ঘটনায় থানায় অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ইতালী প্রবাসীর বাড়িঘর...

এ যেন সত্যিকারের আসমানী

জাহিদ হাসান: আসমানীরে দেখতে যদি তোমরা সবে...

সখীপুরে ৫৩ হাজার ইউক্যালিপটাস চারা ধ্বংস

সখীপুরসখীপুরে ৫৩ হাজার ইউক্যালিপটাস চারা ধ্বংস

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুর উপজেলায় পরিবেশের জন্য ক্ষতিকর গাছ হিসেবে চিহ্নিত ইউক্যালিপটাস ও আকাশমণির ৫৩ হাজার চারা ধ্বংস করা হয়েছে ।

মঙ্গলবার (৮ জুলাই) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় নার্সারি মালিকদের ক্ষতিপূরণ সহায়তা প্রদানের নিমিত্তে এ কার্যক্রম পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রনী ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিয়ন্তা বর্মন যৌথভাবে চারা ধ্বংস কার্যক্রম পরিচালনা করেন।

এর আগে স্থানীয় নার্সারি মালিক ও সাধারণ মানুষকে ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের পরিবেশগত ক্ষতি সম্পর্কে অবহিত করা হয়। এ ধরনের গাছ মাটির নিচের পানির স্তর দ্রুত কমিয়ে দেয় এবং জীববৈচিত্রে নেতিবাচক প্রভাব ফেলে বলে জানানো হয়।

উপজেলা শোলা প্রতিমা এলাকায় অবস্থিত শহীদ প্রাইভেট নার্সারি, সানোয়ার নার্সারি, মায়ের দোয়া নার্সারি এবং শাহজাহান মিয়া, কামাল হোসেন, নরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, বাবুল মিয়া ও আব্দুর রহিমের নার্সারিতে এ ধ্বংস কার্যক্রম চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনী জানান, পরিবেশ সংরক্ষণের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতে কেউ এসব চারা উৎপাদন বা বাজারজাত করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিয়ন্তা বর্মন জানান, মালিকদের ক্ষতিপূরণ সহায়তা প্রদানের নিমিত্তে ইতিমধ্যে ৫৩ হাজার চারা ধ্বংস করা হয়। পর্যায়ক্রমে উপজেলার সকল নার্সারি ও ব্যক্তিগত ভাবে উৎপাদিত ইউক্যালিপটাস ও আকাশমণির চারা ধ্বংস করা হবে।

উল্লেখ্য, গত ১৫ মে ২০২৫ তারিখে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্ত মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে ইউক্যালিপটাস ও আকাশমণির চারা উৎপাদন, রোপণ ও বাজারজাতকরণ নিষিদ্ধ করা হয়। এসব গাছ দীর্ঘদিন ধরেই পরিবেশের জন্য ক্ষতিকর হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles