27.6 C
Dhaka
Sunday, August 17, 2025

জুলাই ঘোষণা হতে হবে ঐক্যমতের ভিত্তিতে – আহমেদ আযম খান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ...

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে জুয়েল রানা (২৫)...

সখীপুরে ছেলের চোখের সামনে মাকে হত্যা করে পালিয়েছে বাবা

জাহিদ হাসান: টাঙ্গাইলের সখীপুরে ছেলের চোখের সামনে...

সখীপুর উপজেলা পরিষদ নির্বাচন: বিজয়ী হলেন যাঁরা

জাতীয়সখীপুর উপজেলা পরিষদ নির্বাচন: বিজয়ী হলেন যাঁরা

নিজস্ব প্রতিবেদক: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে টাঙ্গাইলের সখীপুরে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ সাঈদ আজাদ (আনারস), ভাইস চেয়ারম্যান শিবলী সাদিক (চশমা) ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আখি আতাউর (ফুটবল)। নবনির্বাচিত চেয়ারম্যান সাঈদ আজাদ ও ভাইস চেয়ারম্যান শিবলী সাদিক উপজেলা আওয়ামী লীগের সদস্য। মহিলা ভাইস চেয়ারম্যান আখি আতাউর কৃষক শ্রমিক জনতা লীগের উপজেলা কমিটির মহিলা বিষয়ক সম্পাদক। বুধবার রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটওয়ারী ৮৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন।

ফলাফলে দেখা গেছে, উপজেলার মোট দুই লাখ ৪৩ হাজার ৬৯২ জন ভোটারের মধ্যে প্রদত্ত ভোটের (কাস্টিং ভোট) সংখ্যা ৯৬ হাজার ৮০০। প্রদত্ত ভোটের শতকরা হার ৩৯.৭২। চেয়ারম্যান পদে বিজয়ী অধ্যক্ষ সাঈদ আজাদ আনারস প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৭৯১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কৃষক শ্রমিক জনতা লীগের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব গামছা প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৪১২ ভোট। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী শিবলী সাদিক চশমা প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ৭২৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম ওরফে কাজী বাদল উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৯৮৪ ভোট। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী আখি আতাউর ফুটবল প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ২৬৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রওশন আরা রিতা কলস প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৩৩০ ভোট।
নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়জন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটওয়ারী বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন ছিল।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles