নিজস্ব প্রতিবেদক: সখীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন নানা কর্মসূচি পালন করে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কোকিলারপাবর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর সকাল আটটায় অনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বেলা ১১ টায় উপজেলা হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা সভায় স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার শ ম আমজাদ হোসেন, সাবেক কমান্ডার এম ও গণি, বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহমেদ, আবদুল হালিম সরকার লাল প্রমুখ বক্তব্য দেন। পরে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।
