নিজস্ব প্রতিবেদক: সখীপুর উপজেলা প্রশাসন আজ বুধবার দুপুরে হলরুমে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা ও সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক স্টেকহোল্ডারদের অবহিতকরণ সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিভাগীয় অতিরিক্ত কমিশনার সার্বিক এ জেড এম নূরুল হক। বক্তব্য দেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক অলি উজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার, প্রিন্সিপাল আলীম মাহমুদ, সখীপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম আতিকুর রহমান, সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, বীর মুক্তিযোদ্ধা এমও গণি, সাপ্তাহিক সখীপুর বার্তার সম্পাদক শাকিল আনোয়ার, অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, ইউসিসিএ লি. চেয়ারম্যান কেবিএম রুহুল আমিন প্রমুখ। এছাড়াও প্রধান অতিথি যাদবপুরের বেড়বাড়িতে নির্মিত আশ্রয়ন প্রকল্প, সখীপুর পৌরসভা, সরকারি মুজিব কলেজ, সখীপুর সরকারি মডেল স্কুল এন্ড কলেজ ও উপজেলা পাবলিক লাইব্রেরি প্রদর্শন করেন
