নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ১৭ কোটি ৩৬ লাখ ১৬ হাজার ২৭৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল্লাহ আল রনী।
ঘোষিত বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয়নি। মোট আয় ধরা হয়েছে ১৭ কোটি ৩৬ লাখ ১৬ হাজার ২৭৬ টাকা, ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ১৬ লাখ ৫১ হাজার ৯৫ টাকা এবং সম্ভাব্য স্থিতি দেখানো হয়েছে ৫ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ১৮১ টাকা। বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) নাজমুস সামা, পৌর নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম, পৌর নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সাবেক সভাপতি ইকবাল গফুর, অধ্যাপক আব্দুল আলীম, হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আসাদুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।