নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক (২০২৫-২০২৭) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৮ মে) সখীপুর প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৩৫ জন সদস্যের মধ্যে ৩৪ জন সদস্য তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল শাকের ফলাফল ঘোষণা করেন। এতে সভাপতি পদে ১৮ ভোট পেয়ে শাকিল আনোয়ার (কালের কন্ঠ) টানা দ্বিতীয়বার এবং ২১ ভোট পেয়ে সাজ্জাত লতিফ (যায়যায়দিন) টানা তৃতীয় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে মুহাম্মদ আমিনুল ইসলাম (আমার সংবাদ) ২২ ভোট, সহ-সভাপতি পদে এম. সাইফুল ইসলাম শাফলু (এশিয়ান টিভি) ২০ ভোট, সিনিয়র সহসম্পাদক পদে শরীফুল ইসলাম বাবুল (জনবাণী) ২৬ ভোট, সহসম্পাদক পদে জুয়েল রানা (দেশ রুপান্তর) ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এর আগে সাংগঠনিক সম্পাদক পদে নজরুল ইসলাম নাহিদ (মানবকন্ঠ), অর্থ-সম্পাদক পদে ইসমাইল হোসেন (আলোকিত বাংলাদেশ), ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পদে নজরুল ইসলাম (সময়ের কথা), দপ্তর সম্পাদক পদে সোহেল রজত (স্বাধীন বাংলা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
–এসবি/আরিফ