নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুর প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন লাবীব গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি সালাউদ্দিন আলমগীর রাসেল সিআইপি। গতকাল শনিবার (১১ জানুয়ারি) রাত ৮টার দিকে প্রেসক্লাব সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার। এ ছাড়া উপস্থিত ছিলেন লাবীব গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মনিরুল আলম, লাবীব গ্রুপের কর্মকর্তা ফজলুল হক বাচ্চু, বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ হোসেন, সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, সাংবাদিক মতিউর রহমান, মামুন হায়দার, সাইফুল ইসলাম শাফলু, নজরুল ইসলাম নাহিদ, জুলহাস গায়েন, জুয়েল রানা, মাসুদ রানা, মুহাম্মদ আমিনুল ইসলাম, মাহমুদুল হাসান রিমন, শরীফুল ইসলাম বাবুল, মোস্তফা কামাল, সোহেল রজত ও জাহিদুল ইসলাম প্রমুখ। এ সময় লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল সিআইপি বলেন, লাবীব গ্রুপ দেশ ও মানুষের কল্যাণে ইতিবাচক কাজ করে যাচ্ছে। দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা ও খেলাধূলার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। এরই ধারাবাহিকতায় আমার প্রিয় জন্মভূমি সখীপুর উপজেলার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও সুস্থ সমাজ গঠনে নানামুখী উদ্যোগ চলমান রয়েছে। মানুষের মাঝে হাজার বছর বেঁচে থাকতে আমার প্রিয় সখীপুরবাসীর জন্য ভালো কিছু করে যেতে চাই।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনীতি ও নির্বাচনে আসার আগ্রহ নেই। শুধু মানুষের প্রতি দায়বদ্ধতার জন্য মানুষের পাশে থাকার চেষ্টা করি। তিনি আরও বলেন, পরিশ্রম ও বিদ্যা কখনো মানুষের সঙ্গে প্রতারণা করেনা। এ দুটো বিষয় জীবনে যে আয়ত্ব করতে পেরেছেন তিনি সফল হয়েছেন। তিনি সখীপুর প্রেসক্লাবের সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। ইতিবাচক কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

