27.9 C
Dhaka
Sunday, August 17, 2025

জুলাই ঘোষণা হতে হবে ঐক্যমতের ভিত্তিতে – আহমেদ আযম খান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ...

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে জুয়েল রানা (২৫)...

সখীপুরে ছেলের চোখের সামনে মাকে হত্যা করে পালিয়েছে বাবা

জাহিদ হাসান: টাঙ্গাইলের সখীপুরে ছেলের চোখের সামনে...

সখীপুর বাজার বণিক সমিতির নির্বাচন, উৎসমুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ

জাতীয়সখীপুর বাজার বণিক সমিতির নির্বাচন, উৎসমুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ

নিজস্ব প্রতিবেদক: সখীপুর বাজার বণিক বহুমূখী সমবায় সমিতি লিমিটেড-এর নির্বাচন আজ। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ হয়েছে, চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। ১ হাজার ৪৩৯ জন বণিক ভোটাধিকার প্রয়োগ করবেন। এবার ৯টি পদের বিপরীতে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। বেশ কয়েকদিন ধরে নির্বাচনী প্রচারণায় মুখর ছিলো সখীপুর শহর। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পৌরশহরের অলিগলি। ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে সাবেক সভাপতি খলিলুর রহমান ও বর্তমান কমিটির সহ-সভাপতি বিল্লাল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম লেবু, সাবেক সাধারণ সম্পাদক লুৎফর রহমান ভূঁইয়া ও আবদুল্লাহ আল-মামুন, সহ-সভাপতি পদে মিন্টু দেওয়ান, জাহাঙ্গীর আলম, আবদুল গফুর ও আবদুর রহিম শিকদার, সহ-সম্পাদক পদে জেলহক শিকদার ও আলম মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল মতিন ও আবদুল মজিদ, অর্থ-সম্পাদক পদে আশরাফ হোসেন তালুকদার, আনোয়ার হোসেন ও কোরবান আলী, ক্রীড়া সম্পাদক পদে মিজানুর রহমান ডালিম ও মিজানুর রহমান তালুকদার, দপ্তর সম্পাদক পদে খন্দকার সোলায়মান কবির, রতন ভূইয়া, মো. শাহজাহান এবং প্রচার সম্পাদক পদে শ্রী রঞ্জিত শীল ও শ্রী হরিপদ ঘোষ প্রার্থী হয়েছেন।
নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রার্থীরা ভোট প্রার্থনায় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরেছেন। এবার অপেক্ষা ফলাফলের। আজ শনিবার ভোটের দিনও ভোটারদের চা-পানে আপ্যায়ন করছেন। নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন। ভোটারদের সঙ্গে আলাপ করে জানা যায়, সভাপতি ও সাধারণ সম্পাদক, সাংগঠনিক ও কোষাধ্যক্ষ পদে হাড্ডাহাড্ডি লড়াই হবে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভোটার বলেন, প্রার্থীরাও নানা কৌশলে এবারের নির্বাচনে প্রচারণা চালিয়েছেন। প্রার্থীরা ভোটারদের বাসা-বাড়িতে যাওয়া ছাড়াও মুঠোফোনে ভোট ও দোয়া চাচ্ছেন। এছাড়াও কোনো কোনো ভোটারের আত্মীয়-স্বজনের মাধ্যমেও প্রার্থীরা নিজের জন্য ভোট চাচ্ছেন। সব মিলিয়ে প্রার্থীরা দিন-রাত ভোটের জন্য চষে বেড়িয়েছেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন টাঙ্গাইল জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক ইমতিয়াজ রুহুল। কমিশনার সদস্য ওমর আলী ও মোশারফ হোসেন বকুল জানান, সখীপুর সরকারি এিম পাইলট স্কুল এন্ড কলেজে ভোট নেওয়া হবে। সকাল ৮ টা থেকে টানা ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং দু’টি প্রজেক্টরের মাধ্যমে ভোট গণনা করা হবে।

 

-এসবি/সানি

Check out our other content

Check out other tags:

Most Popular Articles