নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সাজুকে অবাঞ্ছিত ঘোষণা করেছে দলীয় একটি পক্ষ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মহানন্দপুর বাজারে কাকড়াজান ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। সংগঠন বিরোধী কার্যকলাপ, অগঠনতান্ত্রিকভাবে কমিটি বিলুপ্ত করাসহ গোপনে সরকার দলীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করার দায়ে তাঁর বহিষ্কার দাবি করেন নেতাকর্মীরা।

এ সময় উপজেলা বিএনপির সহসভাপতি হাজী ওসমান গণি, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক তালুকদার, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক বজলুর রশিদ খালেদ, সাবেক আহ্বায়ক মিন্টু মাস্টার, জাহাঙ্গীর আলম, আলীমুল রাজি, আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৪ মার্চ উপজেলা বিএনপির সভাপতি-সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কাকড়াজান ইউনিয়ন বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর থেকেই ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ শাজাহান সাজুর বিরুদ্ধে ফুঁসে উঠেছেন। শাজাহান সাজুর একক সিদ্ধান্তেই উপজেলা বিএনপি পরিচালিত হচ্ছে বলে নেতাকর্মীদের অভিযোগ।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজু বলেন, তুচ্ছ ঘটনায় একটি ওয়ার্ড কমিটি উপজেলা বিএনপির সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা করতে পারেনা। এটা হাস্যকর। এ বিষয়ে আমি আর কোনো মন্তব্য করতে চাইনা।