নিজস্ব প্রতিবেদকঃ ‘আলোকিত সখীপুর চাই’ শ্লোগান নিয়ে সখীপুর সাহিত্য কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে বরেণ্য নাট্যজন মামুনুর রশীদ প্রধান অতিথি হিসেবে সাহিত্য কেন্দ্রের উদ্বোধন করেন। এ উপলক্ষে বড়চওনা-কুতুবপুর কলেজ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অধ্যক্ষ এমএ রৌফের সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, অধ্যাপক খান মোহাম্মদ সেলিম, আওয়ামী লীগ নেতা আজহারুল ইসলাম,জেলা পরিষদের সাবেক সদস্য গোলাম কিবরিয়া বাদল, ড. মাহবুবুর রহমান, অধ্যাপক শফিকুল ইসলাম, অধ্যক্ষ নাসির উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, সাবেক সভাপতি শাকিল আনোয়ার এবং সখীপুর সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সাংবাদিক ও লেখক শাহ আলম সাজু বক্তব্য দেন। নাট্যজন মামুনুর রশীদ তাঁর বক্তব্যে বলেন, আমরা একটি বই বিমুখ সমাজে বাস করছি। বইমুখী মানুষ ও সমাজ গড়তে লাইব্রেরি গড়ে তোলার বিকল্প নেই। তিনি বলেন, একসময় সব রাজনৈতিক আন্দোলনের ডাক দিয়েছে সংস্কৃতি।আর এখন রাজনীতির কাছে সংস্কৃতি মুখ থুবড়ে পড়েছে।
