নিজস্ব প্রতিবেদকঃ ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদের লেখা “‘সরি টু সে ইউ ডোন্ট ডু দ্যাট পলিটিক্স” তার আত্মজীবনী নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় সখীপুর প্রেসক্লাব মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) চিত্রা শিকারী। তিনি বলেন, আতাউল মাহমুদের লেখা স্যরি টু সে ইউ ডোন্ট ডু দ্যাট পলিটিক্স । আত্মজীবনীমূলক বইটি পাঠক মহলে সমাদৃত হবে বলে আমার বিশ্বাস। আতাউল মাহমুদ বলেন, বর্তমান রাজনীতিতে জনগণের আস্থা কম । রাজনীতি সমাজ পরিবর্তনের হাতিয়ার । সুস্থ ধারার রাজনীতির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তার আদর্শ অনুসরণ করা প্রয়োজন। গণমানুষের প্রত্যাশা পূরণে রাজনীতির গুণগত পরিবর্তনের কোথাই বাংলা লেখায় আমার এ বইয়ে তুলে ধরা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত শিকদার, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, প্রথম আলোর প্রতিনিধি ইকবাল গফুর, সাধারণ সম্পাদক এনামুল হক, আতাউল মাহমুদের সহধর্মীনি রুনা লায়লা রুমা, অধ্যক্ষ সাঈদ আজাদ, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক বাপ্পা, প্রেসক্লাব সহ-সভাপতি তাইবুর রহমান, গজারিয়া ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফ সরকার প্রমুখ।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদের লেখা এটিই প্রথম বই। তিনি বুয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। ডেস্কো পরিচালনা বোর্ডের সদস্য। কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য।

