28 C
Dhaka
Tuesday, March 11, 2025

সখীপুরে যমজ কন্যাদের জোড়ায় জোড়ায় সাফল্য

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে দুই শিক্ষক...

আজ ১৪ই ফেব্রুয়ারি সুন্দরবন দিবস

নিজস্ব প্রতিবেদক: বিশ্বজুড়ে ১৪ ফেব্রুয়ারি দিনটি ভালোবাসা...

সখীপুরে কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে কবি ইমরুল কায়েসের...

৫ই আগস্টের যে ঐতিহাসিক অভ্যুত্থান, তার পেছনের নায়ক ছিলেন দেশ নায়ক তারেক রহমান ; এডভোকেট আহমেদ আযম খান

সখীপুরপৌরসভা৫ই আগস্টের যে ঐতিহাসিক অভ্যুত্থান, তার পেছনের নায়ক ছিলেন দেশ নায়ক তারেক রহমান ; এডভোকেট আহমেদ আযম খান

জাহিদ হাসান: কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ৫ই আগস্টের যে ঐতিহাসিক অভ্যুত্থান, তার পেছনের নায়ক ছিলেন দেশ নায়ক তারেক রহমান।

টাঙ্গাইলের সখীপুর সরকারি কলেজে আজ বুধবার (২৬ ফেব্রুয়ারী) বিকেলে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির এই কেন্দ্রিয় নেতা এসব কথা বলেন।

শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল করছে, এ ব্যাপারে তার বক্তব্য জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আযম খান বলেন, ছাত্ররা কোনো রাজনৈতিক দল করছে না। আমার কথা পরিষ্কার- রাজনৈতিক দল করছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত কিছু সমন্বয়ক। তারা সাবেক ছাত্র, বর্তমান ছাত্র নয়।

এসময় তিনি বলেন, কিছু সমন্বয়ক যারা উচ্চ বিলাসী, যারা ঢাকার রূপায়ন সেন্টারে আলিশান অফিস নিয়েছেন, যারা হেলিকপ্টারে ঘুড়েন, তারা ছাত্র সমন্বয়ক হয়ে এসপি ডিসির কাছ থেকে কেবিনেট মিনিস্টারের প্রটোকল নেন। তারা একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে চান ক্ষমতায় থেকে। সমস্ত টাকা পয়সা আয়োজন ক্ষমতায় থেকে করে, গতকালকে পদত্যাগ করেছেন। আমি যেমন সাবেক ছাত্র, তারাও সাবেক ছাত্র। তবুও স্বাগত জানাই, আসুন মাঠে। জনগণের কাছে আসুন, জনগণের রাজনীতি করুন। ওই মার্সিডিজ উপঢৌকন নিয়ে, হেলিকপ্টারে ঘুরে রাজনীতি হয়না। রাজনীতি করতে হলে জনগণের কাছে আসতে হবে। রোদে পুড়তে হবে, বৃষ্টিতে ভিজতে হবে। তারপর জনগণ গ্রহণ করবে।

এসময় তিনি আরও বলেন, যখন আমরা ১৭ বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হাজার হাজার গুম-খুন হয়ে গেছে। তখন আমরা কেউ রাজপথ ছাড়ি নাই। এরপর আমাদের ছাত্রদল তথা অন্যান্য রাজনৈতিক দল ওই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামলো, তখন আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান তিনি বলেছেন “মূল শক্তি ছিল ছাত্রদল, কিন্তু তোমরা ব্যানার নেবে না”। সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটাই থাকবে।

নবীন বরণ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম হেলাল উদ্দিন আহমেদ। কলেজের অধ্যাপক মো.শরিফুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, সখীপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, তোফাজ্জল হোসেন, সখীপুর থানার অফিসার ইনচার্জ মো.জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ মাস্টার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম, ইউসিসিএ লি: চেয়ারম্যান ফরহাদ ইকবাল প্রমুখ।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন দেশ বরেণ্য শিল্পীবৃন্দ।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles