জাহিদ হাসান: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত টাঙ্গাইলের সখীপুরের শিক্ষার্থী মেহেনাজ আক্তার হুমায়রার কবর জিয়ারত ও শ্রদ্ধা জানিয়েছে বিমানবাহিনী প্রধানের একটি প্রতিনিধি দল।

সোমবার (২৮ জুলাই) দুপুরে বীর উত্তম সুলতান মাহমুদ ঘাঁটির রক্ষণাবেক্ষণ শাখার অধিনায়ক উইং কমান্ডার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে প্রতিনিধি দলটি নিহত হুমায়রার গ্রামের বাড়ি উপজেলার হতেয়া কেরানীপাড়া আসেন। এ সময় তারা নিহত হুমায়রার কবরে গার্ড অব অনার প্রদান করে ও পুষ্পস্তবক অর্পণ করেন। পরে নিহত হুমায়রার বাবার সাথে একান্তে কথা বলেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানায়।
কবর জিয়ারতের পর প্রতিনিধি দলের প্রধান উইং কমান্ডার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা বিমানবাহিনী প্রধানের প্রতিনিধি হিসেবে হুমায়রার কবর জিয়ারত এবং শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে এসেছি। আমরা সমস্ত দেশবাসীর সাথে বাংলাদেশ বিমানবাহিনীর সকল সদস্যগণ এ দুর্ঘটনার জন্য অত্যন্ত মর্মাহত এবং শোকাহত। এ দুর্ঘটনায় যারা মৃত্যু বরণ করেছে, আমরা দোয়া করি আল্লাহ্ তাদের পরিবারকে যেন ধৈর্য ধারণ করার করার শক্তি দেয়। আমরা নিহত মেহেনাজ আক্তার হুমায়রার বিদেহি আত্মার প্রতি মাগফিরাত কামনা করি। যেন মহান আল্লাহ্ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। যারা আহত এবং এখনোও চিকিৎসাধীন অবস্থায় আছে, তারা যেন দ্রুত আরোগ্য লাভ করে। আমারা তাদের প্রতিও সমবেদনা জানাই। আল্লাহ্ র কাছ দোয়া করি, তারা যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে।

