নিজস্ব প্রতবেদকঃ সখীপুরে বীরমুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা প্রশাসন আজ বৃহস্পতিবার এ উপলক্ষে নানা কর্মসূচি পালন করে। শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আবুহানিফ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ শওকত শিকদার, বীরমুক্তিযোদ্ধা এম ও গণি, সখীপুর থানার ওসি এ কে সাইদুল হক ভুইঁয়া, প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, উপজেলা মৎস কর্মকর্তা সমীরন কুমার সাহা। আলোচনা অনুষ্ঠানের আগে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ ও পরে ফলজ চারা বিতরণ ও উপজেলা পরিষদ চত্বরে কয়েকটি গাছ গাছ রোপন করা হয়।


