20 C
Dhaka
Sunday, November 23, 2025

সখীপুরে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা: সখীপুরে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে...

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপা‌টের ঘটনায় থানায় অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ইতালী প্রবাসীর বাড়িঘর...

সখীপুরে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী রফিকের পক্ষে গণসমাবেশ

সখীপুরসখীপুরে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী রফিকের পক্ষে গণসমাবেশ

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আ,লীগের সাবেক সদস্য রফিকুল ইসলাম ওরফে রফিক মেম্বারের পক্ষে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ইউনিয়ন আ.লীগের ব্যানারে বাঘেরবাড়ি স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রবীণ শিক্ষক কিসমত আলীর সভাপতিত্বে ইউনিয়ন আ.লীগের সভাপতি আ. খালেক মাস্টার, উপজেলা ড্রাগ এন্ড কেমিষ্টের সাবেক সভাপতি ডা. দেলোয়ার হোসেন, ওয়ার্ড আ,লীগের সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক মেহেদি হাসান গফুর, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মুহসিন জিন্টু, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, প্রধান শিক্ষক সোয়াইব আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাহিদ হাসান প্রমুখ বক্তব্য দেন।

এসময় বিভিন্ন গ্রামের ১৫ জন মুক্তিযোদ্ধা, আ,লীগের বিভিন্ন্ সহযোগী সংগঠন, শিক্ষক, সুধীজনসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

সমাবেশে রফিকুল ইসলাম বলেন, আ,লীগের মনোনয়নের প্রত্যাশায় দীর্ঘদিন যাবৎ গণসংযোগ করে যাচ্ছি। এতে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মী ও জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। জীবনে কখনও দলের বাইরে নির্বাচন করিনি। করোনাকালে কর্মহীনদের পাশে দাঁড়িয়েছি। এ ছাড়া যুব সমাজ আমার সাথে রয়েছে। দল আমাকে মনোনয়ন দিলে চেয়ারম্যান নির্বাচিত হয়ে কাকড়াজান ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। আমি জনপ্রতিনিধি না হয়েও এলাকায় বিভিন্ন জন দূর্ভোগ সাধ্যমত সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles